Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Click now

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, October 27, 2014

এখন কম্পিউটার ব্যবহার করেও চোখ ভালো রাখুন

কম্পিউটারে কাজ করার সময় মাঝে মাঝে চোখের পলক ফেলা ভালো উপায়। এতে করে চোখে আদ্রতার পরিমাণ স্বাভাবিক থাকে এবং শুষ্কতা সৃষ্টি হয় না। অথচ কম্পিউটার স্ক্রিনের কারণে আমরা চোখের পলক কম ফেলি, এমনটি চোখের জন্য ক্ষতিকর।
যথাযথ আলোর পরিবেশে কম্পিউটারে কাজ করাটা গুরুত্বপূর্ণ। দিনেরবেলায় কম্পিউটার ব্যবহারের সময় মনিটরের উল্টোদিকে মনিটরে আলো প্রতিফলিত হয় এমন দরজা জানালা বা লাইট বন্ধ রাখুন। কম্পিউটারটি এমন স্থানে ব্যবহার করুন যেখান থেকে মনিটরে আলোর প্রতিফলন না ঘটে। আবার পুরোপুরি অন্ধকার ঘরেও কম্পিউটার চালাবেন না।
কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সব সময় পর্দার সঙ্গে আই-লেভেল উচ্চতার সামঞ্জস্যতা রাখতে হবে। বিষয়টি চোখের স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ।
কম্পিউটারের উজ্জ্বলতা সহনীয় মাত্রায় রেখে কাজ করা উচিত। উজ্জ্বলতা বেশি হলে চোখের ওপর বেশি চাপ পড়ে এবং অস্বস্তিকর অনুভূত হয়।
চোখে শিথিল এবং আরামদায়ক অনুভূতির ক্ষেত্রে সেরা রং বিবেচনা করা হয় সবুজ রংকে। কাজের ফাঁকে জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক পরিবেশের দিকে তাকাতে পারেন।
কম্পিউটার স্ক্রিনে পড়া বা লেখার জন্য ছোট ফন্ট ব্যবহার করবেন না। চোখের জন্য আরামদায়ক ফন্ট নির্বাচন করুন। কারণ ছোট ছোট লেখা চোখের ওপর বেশি চাপ সৃষ্টি করে।
দুই হাতের তালু একটি অপরটির সঙ্গে ঘর্ষণ করে গরম করে তুলুন। তারপর আপনার হাতের তালু চোখের ওপর রাখুন কমপক্ষে ১ মিনিট। এটি ক্লান্ত চোখে আরামের আবেশ আনতে সহায়তা করবে।
কম্পিউটারের সামনে দীর্ঘক্ষণ ধরে কাজ করার সময় চোখ সুরক্ষার খুব উপযোগী একটি উপায় হচ্ছে, ২০-২০-২০। প্রতি ২০ মিনিট পর পর কম্পিউটার স্ক্রিন থেকে দৃষ্টি সরিয়ে নিন এবং কমপক্ষে ২০ ফুট দূরের কোনো বস্তুর ওপর দৃষ্টিপাত করুন অন্তত ২০ সেকেন্ডের জন্য। চোখের বিশ্রামের জন্য ২০-২০-২০ নিয়মটি মেনে চললে চোখে যথেষ্ট আদ্রতা থাকে এবং চোখের ওপর চাপ কমে।

Monday, September 22, 2014

আয়ের সহজ আরেক উপায়(Shorten URL)

আজ আমি আপনাদের সাথে দারুন একটি টিপস শেয়ার করব । যারা টিপসটি জানেন না অর্থাৎ নতুন তাদের জন্য এই পোস্টটি ।
ইন্টারনেটে ঘরে বসে আয় করার অনেকের প্রবল ইচ্ছা! তবে প্রয়োজনীয় সুবিধা না থাকায় অনেকেই আয় করতে পারছেন না । বা অনেকেই করছেন অথবা অনেকি ব্যর্থ হচ্ছেন ।
যারা অনলাইন এ নতুন তাদের জন্য আমার এই পোস্ট । তাঁরা এই পোস্টটি দেখে, এর নিয়ম অনুযায়ী কাজ করলে হয়তো প্রতি মাসে আপনি ১০০ ডলারের বেশীও ইনকাম করতে পারেন ।
আর এই জন্য আপনাকে কোন প্রতিষ্ঠানে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে না বা তেমন কোন পরিশ্রম করতে হবে না । প্রয়োজন হবে না আপনার নিজস্ব কোন ওয়েব সাইটের ।
শিরোনাম দেখে হয়তো বা টিউন সম্পর্কে বুঝে গেছেন, যে কাজটি কি হতে পারে ।
কাজটি হল; কোন একটি ইউআরএল(URL) বা ওয়েবসাইটের লিংকে শর্ট অর্থাৎ ছোট করে বিভিন্ন জায়গায় প্রচার করা । তাহলে চলুন কিছু ছবির মাধ্যমে দেখে নিয়ঃ
 প্রথমে, এই লিংকে  ক্লিক করুন
URL ছোট করার পর কেমনে কাজ করে দেখতে এখানে ক্লিক করুন 
তারপর ডান সাইটে করনারে দেখেন ৫ সেকেন্ড কাউন্ট হবে তার পর Skip Add অ্যাড এ ক্লিক করুন।
তাহলে আপনি যে লিঙ্ক শর্ট করবেন সেই সাইটে চলে যাবে এতে আপনার ইনকাম হবে।।
[ক্লিক করার ৫ সেকেন্ড পর উপরে ডান পাশে SKIP THIS AD নামক লেখায় ক্লিক করুন]

Monday, September 15, 2014

নিরাপদে থাকবে আপনার অনলাইনের সবকিছু


আজ আপনাদের জন্য দিয়ে দিলাম একটি গুরুত্বপূর্ণ টিপস । আপনারা সকলেই চান যে অনলাইনে আপনার সবকিছু নিরাপদে থাকুক ।যদি আপনি আপনার সবকিছু নিরাপদে রাখতে চান তাহলে এই পোস্ট আপনার জন্যই ।

 এখন থেকে অনলাইনে আপনি আপনার প্রোজনীয় সবকিছু রাখতে পারবেন । যেমন :- অডিও-ভিডিও , সকল ধরনের ইবুক এবং দরকারি সকল ফাইল-পতর্ রাখতে পারবেন পাসওয়ার্ডে মাধ্যমে । পেনড্রাইব হারিয়ে যেতে পারে বা ভাইরাসে আক্রমণ করতে পারে চিন্তা করবেন না আপনার ফাইলগুলির কিছুই হবে না । কারণ , আছে google docs বা google drive । যখন যেটা প্রয়োজন হবে তা আপলোড করে নিতে পারবেন । কিভাবে করবেন দেখে নিন :
প্রথমে গুগলে একটা একাউন্ট তৈরী করে নিন । এরপর http://www.drive.google.com যান আপনার তৈরী করা একাউন্টের পাসওয়ার্ড দিয়ে কাজ শেষ করুন । এরপর আপনি ইচ্ছা মত মোট ১৫জিবি পর্যন্ত আপলোড করতে পারবেন । যদি এরপরও আপনার আরো ফাইল আপলোড করার দরকার হলে নতুন করে একটা একাউন্ট খুলে নিন । ফাইল আপলোড করুন কোনো ক্ষতি হবে না কারণ কেউ দেখতে পাবে না

এখন মজিলাতে একাধিক ফেসবুক বা অন্য যেকোন একাউন্ট ইউজ করুন খুব সহজে

মজিলাতে একাধিক একাউন্ট ইউজ করা খুব সহজ । এর জন্য আপনার একটি এ্যাড-অনস এর দরকার হয় ।


  • addon টি এখান হতে ডাউনলোড করুন। addon টি ইন্সটল করার পরে কোনো রকম রিস্টার্ট দিতে হয় না।
  • ইন্সটল করার পরে নিউ ট্যাব অপেন করুন , দেখুন navigation bar পাসে multifox এর বাটন দেখা যাচ্ছে।
  • এখন ওই বাটনে ক্লিক করে New সিলেক্ট করুন , তাহলে আরও একটি ব্রাউজার আসবে।(shortcut- ctrl+alt+m)
এভাবে যত ইচ্ছা ব্রাউজার অপেন করুন। মনে রাখেবেন একটি নতুন ব্রাউজার মানে নতুন আকাউন্ট। আসলে এই addon টির সাহায্যে আমরা ফায়ারফক্স এর নতুন প্রফাইল তৈরি করি তাই ওয়েব সারভার মনে করে যে নতুন ইউজার প্রবেশ করছে।
এর সাহায্যে আপনি একাধিক একাউন্ট ইউজ করতে পারবেন । 
পোস্ট ভালো লাগলে কমেন্ট করতে ভুল্বেন না ।

Sunday, September 14, 2014

ওয়েব সাইট হ্যাকিং: Cookie Based SQLi


সবাইকে স্বাগতম Cookie Based SQLi টিউটোরিয়ালে । প্রথমেই আপনার বেসিক SQLi সম্পর্কে ধারনা থাকতে হবে।
নিচের লিঙ্কটি থেকে পড়ে নিন!
তাহলেই বুঝতে পারবেন ।
(বিঃদ্রঃ SQLi এক এক সময় এক এক ধরনের হয়, আপনি এক পদ্ধতিতে সফল না হলে আরেক পদ্ধতি অনুসরন করতে হবে । এমন কোনো কথা নেই যে নির্দিষ্ট একটি ওয়েবসাইটে নির্দিষ্ট একটি মেথড কাজ করবে)
প্রথমে হ্যাকবার অন করে নিন অথবা না থাকলে গুগল করুন "Hackbar Addon" এই লেখাটি দিয়ে গুগলে
এরপরে "Cookie Manager" এই নামে একটা এডঅন আছে এটাও এড করে নিন!
Cookie Manager:
https://addons.mozilla.org/en-US/firefox/addon/cookies-manager-plus/
এরপর আমাদের কাজ শুরু । মনে করুন আপনি যে সাইটটি পেলেন সেটার url: http://site.com/cid.php?id=3 এখন আমাদের কাজ হবে ?id=3 এই লেখা টি কেটে দিয়ে। শুধুমাত্র cid.php এই লেখাটি থাকবে Url এ ...
এবার এন্টার দিন ।।
এখন আমাদের Url টি হচ্ছে
প্রথমেই মোজিলা ব্রাউজারের টুলসে গিয়ে Cookie Manager অন করে নিন।
এবার নিচের স্ক্রিনশট টি দেখুন।
এডিটে ক্লিক করার পরে
নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করুনঃ
এভাবে করার পর রিফ্রেশ দিলে পেইজটা তে এরর দেখাবে :) এখন আশা করি বুঝতে পেরেছেন কমান্ড কিভাবে এক্সিকিউট করতে হবে । এরর দেখার পর আমাদের প্রথম কাজ হবে সাইটটিতে কয়টা কলাম আছে সেটা বের করা। এর জন্যে আবার Cookie Manager এ গিয়ে প্রথম স্ক্রিন শট টির মতো সিলেক্ট করে এডিটে ক্লিক করুন। এডিটে ক্লিক করলে ২য় স্ক্রিন শটটির মতো আসবে এখন কনটেন্ট এর জায়গায় লেখুন 3 order by 1-- এবার সেভ লেখায় ক্লিক করে পেইজটি রিলোড দিন কোনো এরর দেখাচ্ছে না আমার ক্ষেত্রে! যায় হোক এভাবে বেসিক SQLi এ যেভাবে করতেন সেভাবে order by এর পরে সংখ্যা বাড়াইতে থাকুন । তবে কুকি ম্যানেজার দিয়ে ! যেটা আমি গত দুইটি স্টেপে দেখিয়েছি। যায় হোক আমি বার বার কিভাবে কমান্ড এক্সিকিউট করতে হয় তা বলবো না কারণ তাহলে টিউটোরিয়ালটি অনেক বড় হয়ে যাবে ।
এবার আমি order by 3-- পর্যন্ত যাওয়ার পর এরর দেখতে পেলাম ! যার মানে হচ্ছে এই সাইটে কলাম ২টি এখন ভুলনরাবল কলাম বের করার জন্যে কমান্ড দিলাম। union select and 0+1,2-- এখন আমাকে ভুলনরাবল কলাম দেখাবে । এখানে একটি নতুন বিষট লক্ষ্য করুন and 0 অনেক সময় শুধু union select দিলেই রেসাল্ট দেখায় না । সে ক্ষেত্রে এই কমান্ডটি ব্যাবহার করতে পারেন । এই সকল কাজ করবেন কুকি ম্যানেজার দিয়ে :D ব্রাউজারে কমান্ড দিলে কোনো কাজই হবে না।
আবার বলছি বেসিক SQLi ভালোভাবে না শিখলে এটা আপনারা পারবেন না । যায় হোক আমি পেলামঃ১ তার মানি আমার টার্গেট করা সাইটের ভুলনরাবল কলাম হচ্ছে ১ । এখন আমি এই কলাম দিয়ে আমার কাঙ্খিত ডাটা ডাম্প করবো প্রথমেই ভার্সন বের করে । আবার কুকি ম্যানেজার অন করে আপনার টার্গেট সাইট টি সিলেক্ট করে এডিটে ক্লিক করুন এবং কনটেন্ট এর জায়গায় কমান্ডটি হবে এরকম
3 union select and 0+version(),2--
এবার সেভ দিয়ে রিফ্রেশ করুন । রেসাল্ট দেখতে পাবেন । যায় হোক । আমার টার ভার্সন ৫ সুতারাং সহজেই SQLi করতে পারবো ।। এবার কুকি ম্যানেজার--আপনার টার্গেট সাইট সিলেক্ট-এডিট--কনটেন্ট এ গিয়ে কমান্ড লেখলাম ।
3 union select and 0+group_concat(table_name),2+from+information_schama.tables+where+table_schema=database()
সেভ এ ক্লিক করে পেইজ রিফ্রেশ করলাম! আমি টেবিলস এর নাম গুলো দেখতে পাচ্ছিঃ
  • admin
  • news
  • about
এই ধরনের ।। এখন আমার কাজ হবে admin টেবিল নিয়ে সুতারাং এবার কমান্ড দিবো । কুকি ম্যানেজার--আপনার টার্গেট সাইট সিলেক্ট-এডিট--কনটেন্ট এ গিয়ে
3 union select and 0+group_concat(columnn_name),2+from+information_schama.columns+where+table_name=Hex value Of Admin
এখন আমরা কলামস দেখতে পেলাম ।
login_user
login_password
এখন আমরা যদি এই কলাম গুলো দেখে ডাটা ডাম্প করতে চায় তাহলে আবার কুকি ম্যানেজার--আপনার টার্গেট সাইট সিলেক্ট-এডিট--কনটেন্ট এ গিয়ে কমান্ড লেখুন
3 union select and 0+group_concat(login_user,0x3a,login_password),2+from+admin--

পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা করুন । অবশ্যই ভালো লাগবে পরবর্তী পোস্টগুলো ।

এবার নিয়ে নিন ফেসবুক হ্যাক করার সহজ পদ্ধতি


 আজকের বিষয়টি শুধু যারা আপনার পিসিতে কোন একাউন্ট লগইন করবে তাদের একাউন্ট হ্যাক করার বিষয়ে। তার জন্য লাগবে মজিলা ফায়ারফক্স  আর একটি এড-অন্স। মোটামুটি আমরা সবাই ফায়ারফক্স ইউজ করি সুতার ওটার কথা আর বলা লাগবেনা আশা করি। সর্বপ্রথম এড-অন্সটি সেট করে নিন। তার জন্য এখানে ক্লিক করুন। নিচের মত দেখবেন..........................
এবার আপনি লাল দাগ দিয়ে চিহ্ণিত 2.6.0 তে ক্লিক করে selenium IDE নামের এড-অন্সটি সেট করে নিন। এডঅন্সটি সেট করার পর ব্রাউজার রিস্টার্ট চাইবে তাই ব্রাউজারটি রিস্টার্ট দিয়ে দিন। তারপর ব্রাউজারের মেনুবার থেকে টুলস এ গিয়ে selenium IDE অপেন করুন।
বুঝার জন্য নিচে দেখুন................................
selenium IDE অপেন করলে নিচের মত দেখবেন....................................
এবার আপনি লাল দাগ দেওয়া চিহ্ণত জায়গায় ক্লিক করে ডান পাশে নীল দাগ দেওয়া চিহ্ণিত জায়গায় ক্লিক করে মিনিমাইজ করে রাখুন। তারপর যে কোন একাউন্টে লগইন করুন। দেখবেন selenium IDE আইডি পাসওয়ার্ড সব সেভ করে রাখছে। অর্থাৎ আপনি এবার মিনিমাইজ করা selenium IDE অপেন করলে সব আইডি পাসওয়ার্ড দেখতে পাবেন। নিচের ছবিটা দেখুন বুঝার জন্য.......................

পোস্ট পছন্দ হলে প্লীজ লাইক দিয়ে যাবেন ।

Saturday, September 13, 2014

চাকরি করা ছাড়াও সুন্দর আয় করা, স্বাধীন জীবন এবং অন্যান্য


গ্র্যজুয়েশন শেষ করার পর আমাদের প্রথম পদক্ষেপ হয় একটি চাকরি খোজা। অনেকেই আবার গ্র্যাজুয়েশনের আগেই চাকরি খোজা শুরু করে। প্রয়োজনের তাগিদে তখন পড়া লেখা শেষ করার আগেই চাকরিতে প্রবেশ করে। এবং নাম মাত্র মূল্যে নিজের জীবনের অমূল্য সময় গুলো বিক্রি করতে থাকে।
পরিচিত অপরিচিত সবার কাছ থেকেই একটা প্রশ্ন কমন পাওয়া যায়। কি কর তুমি? যদি কোন ইনিস্টিটিউটে ভর্তি থাকি, বলা যায়, পড়ালেখা করি। যদিও পড়া লেখা করতে ইন্সটিটিউট এর প্রয়োজন হয় না।
যদি কোথাও না পড়ি, তখন যদি বলি কিছু করি না। তখন প্রশ্ন কর্তার অভিব্যাক্তি অবশ্যই ভালো দেখায় না। আর উত্তর যদি হয় জব করি, ঐ কম্পানিতে, তখন অবশ্যই অভিব্যাক্তি দারুণ দেখায়। কিন্তু চাকরি করা থেকে অনেক ভালো কিছু রয়েছে করার মত। চাকরি বলতে যদি বুঝায় টাকা উপার্যন করা।তবে সৎ ভাবে টাকা উপার্জন করার অনেক গুলো সুন্দর পথ রয়েছে।
চাকরি বলতে যতক্ষন কাজ করা, ততক্ষনই টাকা। কাজ বন্ধ তো টাকা ও বন্ধ। আর মাসের শেষে একটা এমাউন্ট। যা প্রথম সপ্তাহেই শেষ হয়ে যায়। মাসের বাকি দিন গুলো আবার এদিক ঐদিক করে চলতে হয়।
কেমন হয় যদি সারাক্ষনই টাকা উপার্জন হতে থাকে? কাজ করলেও, কাজ না করলেও? সারাক্ষন উপার্জন করা কি অসম্ভব কিছু? অবশ্যই না। অনেক গুলো সুন্দর পথ রয়েছে। ব্যবসা করা, ইনভেস্ট করা, ক্রিয়েটিভ কাজ করা যেমন ডিজাইনিং, ডেভেলপিং, লেখালেখি/ব্লগিং, ফটোগ্রাফি, সহ আরো অনেক। এগুলো থেকে রায়ালিটি ইনকাম আসতে থাকে। প্রথম প্রথম সময় দিতে হয়। এর পর আর তেমন সময় না দিলেও হয়। প্রথম প্রথম যে সময় দিতে হয়, তা একটি চাকরি খোজার সময় থেকেও কম। অনেক কম কষ্টের।
চাকরি করলে নিজের বেতন বাড়বে না। বছরে দুই এক বার সামান্য কিছু বাড়ানো হয়। কিন্তু নিজের কাজ নিজে করলে ইচ্ছে করলেই বেতন বাড়িয়ে নেওয়া যায়। শুধু মাত্র পরিশ্রম একটু বাড়িয়ে দিলেই হয়।
চাকরি খোজার জন্য অনেকেই অনেক ট্রেনিং নেয়, বা অনেক গুলো বই পড়ে। অথচ ঐ বই বা ট্রেনিং চাকরি করার জন্য না নিয়ে নিজের স্কিল বাড়ানোর জন্য নিলে দারুণ কিছু শেখা যেতো। যে গুলো কাজে লাগিয়ে আরো ভালো কিছু করা যায়।
চাকরি করলে মানুষের অভিজ্ঞতা একটা বিষয়ের উপর থাকে। সব্ কিছুই দিন দিন পরিবর্তন হচ্ছে। এক সময় নতুন বিষয় নিয়ে কাজ করতে হলে তখন নিজেকে আর মানিয়ে নিতে পারে না। এতে অনেকেরই হয়তো চাকরি ছেড়ে দিতে হয়।
সব সময়ই মনের মধ্যে একটা ভাব থাকে, সব কিছু ঠিক মত হচ্ছে তো? চাকরি চলে যাবে না তো। বস রাগ করবে না তো। ইত্যাদি। অথচ নিজের কোন কাজ হলে এসব চিন্তা করার কোন মানে হয় না।
আচ্ছা, চাকরি কি মানুষকে ভিতু বানাতে সাহায্য করে না? মাস শেষে অল্প কিছু টাকা হাতে পায়। অনেকের হয়তো ঐ অল্প টাকাতেই হয়ে যায়। আবার কারো কারো অনেকের দ্বায়িত্ব নেওয়ার কারণে ঐ অল্পতে হয় না। যারা সৎ থাকতে পারে, তারা হয় বাড়তি কাজ করার চেষ্টা করে। আর না হয় অনেকেই নিজের সততাকে বিকিয়ে দেয়। নষ্ট করে মানুষের স্বাধীনতা। সবচেয়ে অমুল্য জিনিশ।
এছাড়া চাকরি করলে নিজের ইচ্ছে মত কখনোই ছুটি কাটানো যায় না। অনেক সময় দরকারের সময়ও ছুটি পাওয়া যায় না। এসব ক্ষেত্রে ফ্রিল্যান্সাররা ভালো একটা সুবিধে করতে পারে। যখন দরকার তখন ছুটি কাটানো যায়। কিন্তু ফ্রিল্যান্সারদের ও সারাক্ষন কাজ করতে হয়। এক সপ্তাহ কাজ না করলে পরের সপ্তাহ খরচ করার মত টাকা থাকে না, যদি না সে আগে সেভ করে রাখে। আর সব থেকে ভালো পন্থা হচ্ছে একটা প্যাসিভ ইনকামের পথ তৈরি করা। যেখানে কাজ না করলেও একটা ইনকাম আসবে। তবে তার জন্য অবশ্যই পরিশ্রম করতে হবে।
চাকরি করার প্রতি অবহেলা নয়। কিন্তু অনেকেই চাকরি পাওয়ার জন্য অনেক কিছু করে। চাকরি না পেয়ে হতাশ হয়ে যায়। এক অফিশ থেকে আরেক অফিশে সিভি জমা দিতে দিতে নিজের অমূল্য সময় নষ্ট করে। এমনি অসৎ পন্থাও অবল্বন করে। কিন্তু চাকরি করা থেকেও যে ভালো কিছু করা যায়, তা জানানোর জন্যই এ লেখা।
অনেক গুলো পন্থার কথা লিখছি, চাকরি করা ছাড়াও করা যায়, সেগুলো নিয়ে লেখা যাক। প্রথমেই লিখছিলাম ব্যবসা করার কথা। ব্যবসা করার অভিজ্ঞতা আমার নেই। ব্যবসা অবশ্যই চাকরি করা থেকে ভালো। নিজের ব্যবসা করার মত অভিজ্ঞতা না থাকলে যাদের পর্যাপ্ত জ্ঞান আছে, তাদের সাথে পার্টনার হয়ে ইনভেষ্ট করা যেতে পারে।
যদি ইনভেস্ট করার মত টাকা না থাকে? আরো অনেক গুলো পথ রয়েছে। অফলাইনে করার মত হয়তো অনেক গুলো পথ থাকতে পারে। আমার জানা না থাকার কারণে লিখছি না। অনলাইনে যে সব কাজ করা যেতে পারে, সেগুলো নিয়ে লিখছি। তার মধ্যে ডিজাইনিং অন্যতম।

ডিজাইনিং

ডিজাইনিং শিখে নিজের করা ডিজাইন গুলো অনলাইনে অনেক গুলো সাইটেই আপলোড করা যায়। যে গুলো পরে বিক্রি হলে নিজের একাউন্টে টাকা জমা হতে থাকে। প্রথম প্রথম হয়তো তেমন কোন টাকা আসবে না, কিন্তু এক সময় প্রতি মাসেই একটা ভালো রেভিনিউ আসতে থাকবে। যা আস্তে আস্তে বাড়তে থাকবে। এরকম ডিজাইন সেল করার সাইটের মধ্যে http://graphicriver.net/ অন্যতম। এছাড়া এ লেখাটিও দেখা যেতে পারে। অনলাইনে ডিজাইন/গ্রাফিক্স সেল করার ৪০টি সাইট।

ওয়েব ডেভেলপমেন্ট

ওয়েব ডেভেলপমেন্ট জানা থাকলে ওয়েব সাইট তৈরি করা যেতে পারে। একটা নির্দিষ্ট বিষয়ের উপর ওয়েব সাইট তৈরি করে তা থেকে সহজেই আয় করা যায়। এডভার্টাইজ বা এফিলিয়েট এর মাধ্যমে। এখানেও প্রথম প্রথম কিছু দিন সময় দেওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর ভালো রেভিনিউ আসতে থাকে।
ওয়েব ডেভেলপমেন্ট ভালো ভাবে জানা থাকলে ওয়েব সাইটের জন্য টেমপ্লেট তৈরি করা যেতে পারে। যে গুলো সেল করে একটা ভালো রয়ালিটি ইনকাম জেনারেট করা যেতে পারে। এ ওয়েব টেমপ্লেট সেল করার উল্যেখযোগ্য সাইট হচ্ছে http://themeforest.net/ এরকম আরো অনেক গুলো রয়েছে অনলাইনে। একটু সার্চ করলেই পাওয়া যাবে। যেমনঃ 10 Places to Sell Templates

ভিডিও তৈরি

নিজে কোন বিষয় দক্ষ হলে আরেক জনে কিভাবে তা শিখতে পারে, তার ভিডিও তৈরি করে সহজেই রেভিনিউ জেনারেট করা যায়।  ইউটিউব সুন্দর একটি জায়গা। এ ছাড়াও রয়েছে Coursera এর মত অনেক ওয়েব সাইট। যেখানে কোন বিষয়ের উপর টিউটোরিয়াল তৈরি করে সেল করা যায়। ভিডিও তৈরি করা এমন কোন কঠিন কাজ নয়।
এছাড়া কোন একটা জায়গার ভিডিও করে তা থেকেও আয় করা যায়। আপনার এলাকার কোন জায়গার উপর ভিডিও তৈরি করতে পারেন। সেখানে তো সবাই যেতে পারে না। কিন্তু অনেকেই যেতে চায় বা দেখতে চায়। আর তাই এমন ভিডিও তৈরি করে আপলোড করলেও ভালো কিছু করা যায়। সিম্পল, কিন্তু ভালো রেভিনিউ।

সফটওয়ার ডেভেলপমেন্ট

ডেভেলপমেন্ট জানলে সফটওয়ার তৈরি করা যেতে পারে। ভালো আইডিয়া থাকলে এবং ভালো সফটওয়ার তৈরি করতে পারলে একটা সফটওয়ার থেকেই যথেষ্ট রেভিনিউ আসতে থাকবে। সব সময় যে বড় কোন প্রজেক্ট করতে হবে তা না, সিম্পল কিন্তু ইফেক্টিভ কিছু দিয়েই ভালো কিছু করা সম্ভব। ক্রিয়েটিভ হলে ছোট খাটো কিন্তু কাজের সফটওয়ার তৈরি করা তেমন কঠিন কিছু না।

মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট

এছাড়া এখন মোবাইল মার্কেট গুলোতে রয়েছে ভালো ক্যারিয়ার। এন্ড্রয়েড, আইফোন বা উইন্ডোজ ফোনের জন্য অ্যাপ তৈরি করা যেতে পারে। যে সময় ধরে মানুষ চাকরি খুজবে, তার থেকে কম সময়ের মধ্যে এসব ডেভেলপমেন্ট স্কিল শেখা যায়। এক রাতেই মিলিনিয়ার হওয়ার মত অনেক গুলো সুন্দর সুন্দর গল্প রয়েছে মোবাইল অ্যাপ নিয়ে। রয়ালিটি ইনকামের জন্য অ্যাপ সেলিং অবশ্যই সুন্দর এবং ভালো একটা পন্থা।  সহজেই শেখা যায় এবং খুব দ্রুত রেভিনিউ জেনারেট করা যায়।

ফটোগ্রাফি

অনেকের কাছেই DSLR ক্যামেরা দেখা যায়। ক্যামেরা দিয়ে শুধু যে বিয়ে বা কোন জন্মদিনের পার্টির ফটোগ্রাফি করে আয় করা যায়, তা না। আরো অনেক সুন্দর সুন্দর পথ রয়েছে। নিজের ফটো ব্লগ খুলে তা থেকে আয় করা যায়। কোন একটা বিষয় খুজে তার উপর ফটোগ্রাফি করা যেতে পারে। অনলাইনে অনেক গুলো সাইট রয়েছে ফটো সেল করার। যে গুলো দেখা যেতে পারে। যেমনঃ Top 10 sites to sell your photos online

Affiliate Marketing

Affiliate Marketing করে ও ভালো একটা রেভিনিউ জেনারেট করা যায়। তবে তো জানতে হবে কিভাবে করতে হয়! জানাটাও সহজ। কোন ইনিস্টিটিউটের দরকার পড়ে না এখন আর। Google এ গিয়ে সার্চ করলেই অনেক গুলো টিউটোরিয়াল হাজির হবে। একটা থেকে দেখা বা পড়া শুরু করলেই আস্তে আস্তে শিখে নেওয়া যাবে। দরকার ধৈর্য্যের।

লেখালেখি

লেখা লেখি সব সময়ই রয়ালিটি ইনকাম করার সুন্দর একটা পন্থা। ইনটারনেটের কারণে এটা আরো সহজ এবং ইফেক্টিভ। ওয়েব সাইট খুলে নিজের পছন্দের বিষয় এর উপর লিখলে এবং ওয়েব সাইটে অ্যাড দিয়ে সুন্দর একটা রেভিনিউ জেনারেট করা যায়। ফুটবল, ক্রিকেট বা যেকোন খেলা, রান্না বান্না, বই এর রিভিউ, মুভি রিভিউ সহ যে কোন বিষয়ের উপর আর্টিকেল লেখা যায়। একই সাইটকে ব্যবহার করা যায় Affiliate Marketing এর জন্য।
এগুলো ছাড়াও আরো অনেক গুলো বিষয় রয়েছে যে গুলো নিয়ে কাজ করা যায়। রিসার্সে একটু সময় দিলেই বের করা সম্ভব। খুজে বের করতে হবে নিজে কোনটাতে ভালো। নিজের কাছে কি ভালো লাগে। এছাড়া উপরের বিষয় গুলোতে নিজে নিজে কিছু করতে না পারলে অনেক কাজ পাওয়া যায়। যাকে আমরা ফ্রিল্যান্সিং বলি আরকি! নিজে নিজে প্রথম প্রথম কিছু না করতে চাইলে ফ্রিল্যান্সিং করে নিজের জ্ঞান বাড়িয়ে নেওয়া যেতে পারে। এর পর নিজের কাজ নিজেই শুরু করলে সুন্দর একটা প্যাসিভ ইনকাম এর উৎস তৈরি হবে। তখন সব সময় কাজ করার চিন্তা না করলেও হবে। ২৪ ঘন্টাই নিজের একাউণ্টে টাকা জমা হতে থাকবে। নিজে কোথায় থাকি, তা কোন ব্যাপার নয়। উপভোগ করা যাবে সুন্দর জীবন, স্বাধীন জীবন। সত্যিকারের স্বাধীনতা।

অপ্রশিক্ষিত? ইন্টারনেট থেকে আয় করতে চান? তাদের জন্য আয়ের নতুন পথ


আজ আপনাদের মাঝে নিয়ে এলাম এমন একটি পেইডভার্টস।এখান থেকে আপনি অতি সহজেই আয় করতে পারবেন কোন টাকা খরচ না করে। সাইটটি পিটিসি এর ক্যাটাগরিতে পরলেও অন্য সব পিটিসি সাইট থেকে সম্পুর্ন আলাদা।
ফ্রি মেম্বার হিসেবেঃ ফ্রি মেম্বার হিসেবে  অন্য পিটিসি সাইট থেকে ১$ আয় করতে আপনার ২০-৩০ দিন সময় লাগবে আর এই সাইটে আপনি প্রায় চার থেকে পাঁচ দিনেই ১$ আয় করতে পারবেন। সবচেয়ে ব্যতিক্রম ব্যাপার হচ্ছে এই সাইট আপনাকে ০.০০১-০৫$ মুল্যের এড দিবে।
ইনভেস্ট হিসেবেঃ যারা একটু ইনভেস্ট করে মেম্বার হয়ে আয় করতে চান, তাদের জন্য রয়েছে আনলিমিটেড আয়ের সুযোগ।এখানে আপনি ইচ্ছা করলে ১$ থেকে শুরু করে যত খুশি তত ইনভেস্ট করে আয় করতে পারেন ( ইনভেস্ট বলতে এই টাকা দিয়ে আপনি আপনার সাইট বা পণ্যের জন্য এড কিনবেন )। যেমনঃ আপনি যদি ১$ ইনভেস্ট করেন তাহলে সাথে সাথে ১.৫৫$ এর এড পাবেন, তার মানে ১$ ইনভেস্ট এ সাথে সাথে ০.৫৫$লাভ যত বেশি ইনভেস্ট তত বেশি আয় ( ইনভেস্ট না করলেও আয় করতে পারবেন,ইনভেস্ট করা আপনার ইচ্ছা)।

এখানে দেখুন ……
পেমেন্ট সিস্টেমঃ এটি my traffic-value এর একটি শাখা আর my traffic-value ৩ বছর যাবত অনলাইনে পে করে আসছে একমাত্র এই সাইটের রয়েছে সর্বোচ্চ পেমেন্ট সিস্টেম।যেমনঃ paypal,payza,egopay,STP,western union money transfer and Bankwire (অন্য কোন সাইট এতগুলো পেমেন্ট প্রসেসর সাপোর্ট করে না)। ১০০% পিওর ও ট্রাস্টেড এবং সকলকে পে করে থাকে।
সম্পুর্ন ফ্রিতে জয়েন করতে ক্লিক করুন http://www.paidverts.com/register.html

ফ্রি মেম্বার হিসেবে কিভাবে কাজ করবেনঃ এখানে কাজ একটু ভিন্ন ধরনের তবে সহজ। আসুন এবার দেখে নেয়া যাক Paidverts এ কাজ করার পদ্ধতি।
• প্রথমে আপনার account এ লগিন করুন।
• একটু নিচে নামলে দেখতে পারবেন Welcome to paidverts লেখা আছে, তার নিচের বক্সেView paid add নামের একটা অপশন আছে তাতে ক্লিক করুন (এর আগে View Activation Add এই টা তে ক্লিক করে add টা দেখে account activate করে নিতে হবে)।
নীচের চিত্র দেখুন… 
• এখানে দুই ধরনের add পাবেন, Paid add আর BAP( Bonus Add Point), আপনাকে এই দুই ধরনের add দেখতে হবে।
• এখন যেকোন add এ ক্লিক করলে আপনাকে ৩ টা লাইন এর লেখা লেখতে হবে যার মধ্যে প্রথম ২ টা [ 1st and 2 nd Image  e ja lekha ache tai কপি পেস্ট করে দেয়া যাবে ] আর শেষের টা Captcha লিখে দিতে হবে।
1. Paid add : এই add গুলো থেকে আপনার account এ balance add হবে মানে আপনি ইনকাম করতে পারবেন।
2. BAP : এই add গুলো থেকে আপনার point জমা হবে, আপনার bonus point যত বেশী হবে Paid add এ তত বেশী দামের add পাবেন। তার মানে শুরুতে আপনি ১-২ সেন্ট এর Paid add পাবেন, কিন্তু আপনার bonus point বাড়ার সাথে সাথে আপনি ১-৫০ ডলার মুল্যের add পাবেন তাই নিয়মিত এই BAP গুলো দেখতে হবে ( ১$ ইনভেস্ত করলে ৩১০০ BAP আপনার একাউন্টে যোগ হবে )।
চিত্র দেখুন… 
• এরপর Check Captcha তে ক্লিক করবেন, Captcha সঠিকভাবে দিলে নিচে Proceed to advisers website এই লেখাটা সবুজ হয়ে যাবে।
• তারপর Proceed to advisers website এ ক্লিক করবেন।
• এরপর নতুন একটি Tab/window ওপেন হবে, সেখানে ৩০ সেকেন্ড অপেক্ষা করেConfirm এ ক্লিক করে Close window তে ক্লিক করলে window টা কেটে যাবে।
• এবার আগের পেজে যেখানে ৩ টা লাইন লিখেছিলেন সেখানে দেখবেন লেখা আছে View another add , এখানে ক্লিক করে বাকি add গুলো একই নিয়মে দেখবেন।
চিত্র দেখুন…
মনে রাখবেন BAP(Bonus add point) যত বেশী হবে paid add er value তত বাড়বে
আশা করি বুঝতে পেরেছেন এর পরেও সমস্যা থাকলে মন্তব্য করে জানাবেন।
নতুন যারা কোন কাজ না জেনে, ইন্টারনেট এ কাজ খুছেন তারা আর দেরি না করে এখনিPaidverts এ জয়েন করেন। নয়তো বা কোন কাজ শিখেন ইন্টারনেট থেকে আয় করার জন্য। এখানে ক্লিক করে জয়েন করুন।
Powered by Blogger.

Contact Us

Name

Email *

Message *

Search This Blog